সারাক্ষণ ডেস্ক
প্রথম আলোর একটি শিরোনাম “জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ”
‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। ২০১৭ সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলতি বছর লিভ টু আপিলটি (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত”
সিঙ্গাপুরে অর্থ পাচার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ।
একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন।
আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন।
ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক।
২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা।
বণিক বার্তার একটি শিরোনাম “তেলের দাম না বাড়ালে সরবরাহে বড় ঘাটতি তৈরি হতো”
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এই দাম না বাড়ালে বাজারে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হতো। তিনি জানান, আমদানির বাজারে সংকট এবং কিছু ব্যবসায়ীর দেশত্যাগের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে প্রতিবেদনের জন্য ১০ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তেল এবং চিনি আমদানির বাজারে মুষ্টিমেয় কয়েকজন কাজ করেন। তাদের মধ্যে অন্যতম বড় আমদানিকারক দেশ থেকে পালিয়ে গেছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা বাজারে এখনো পুরোপুরি টের পাওয়া যায়নি।
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে টিসিবির মোট ১৬টি কার্যালয় রয়েছে। চালক, কর্মকর্তা-কর্মচারী মিলে এখানে মাত্র ১৪২ জন কাজ করেন। অথচ এর জন্য বাজেট মাত্র সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর।
তিনি টিসিবির কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে বলেন, ১ কোটি কার্ডধারীর জন্য যেভাবে অনিয়ম করা হয়েছে, তা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
মানবজমিনের একটি শিরোনাম “র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির”
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যেই তো র্যাব মানেই দানব। যত ধরনের খুন, জখম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড অধিকাংশই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য এটাকে আমরা বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি।’
যুগান্তরের একটি শিরোনাম “বাংলাদেশে ৪০ হাজার পশুর মাংস পাঠাবে সৌদি আরব”
বাংলাদেশে ৪০ হাজার কুরবানীর পশুর মাংস পাঠাবে সৌদি আরব। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।
Leave a Reply