মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

নতুন লুকে ফের বড় পর্দায় নিশো

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২.৪৯ পিএম

রেজাই বাব্বী

দীর্ঘ বিরতির দুই নায়িকাকে নিয়ে দাগি হয়ে ফিরছেন আরফান নিশো। নিশোর প্রথম ব্লকব্লাস্টার সিনেমায় তার অনুরাগীসহ সিনেপ্রেমি সবাই মজে ছিল সুরঙ্গের মাসুদ চরিত্রে। প্রথম সিনেমা হিট হওয়ার পরেই যেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন আরফান নিশো। ফের বড় পর্দায় ফিরছেন তিনি তা কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছিল।

সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে তা অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। এবার নিশোর বিপরীতে দাগি সিনেমায় অভিনয় করছেন তমার মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল। তমা মির্জাকে নিয়েই আরফান নিশোর সুরঙ্গ হয়েছিল ব্লকব্লাস্টার। সুরঙ্গ সিনেমায় নিশো ও তমা মির্জা ছিল তুমুল প্রশংসনীয়। সুরঙ্গের মাসুদ ও ময়না জুটিকে আবার পর্দায় দেখার জন্য অপেক্ষায় ছিল দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

‘ন ডরাই’খ্যাত নায়িকা সুনেরাহ বিনতে কামাল প্রথমবার নিশোর বিপরীতে হাজির হচ্ছেন দাগি সিনেমায়। এই নতুন জুটিকে দেখার জন্য সিনেপ্রেমিরা আছেন অপেক্ষায়। গল্পনির্ভর এই সিনেমাটি নির্মাণ করছেন শিহাব শাহীন। নিশোর মতই দাগি হতে চলছে শিহাব শাহিনের দ্বিতীয় সিনেমা। ঢালিউডের অন্যতম সেরা সিনেমা ছুয়ে দিল মন এর দশ বছর পর বড় পর্দার কাজে ফিরছেন তিনি।

সচরাচর রোমান্টিক কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন শিহাব শাহীন। সে ক্ষেত্রে এবার ভিন্ন কিছু নিয়ে আসছেন তিনি। দাগি হতে চলছে অ্যাকশন সিনেমা। আফরান নিশো ও শিহাব শাহিন জুটি সকল নাটক ওটিটিতে সফল। এবার বড় পর্দায় কতটুক সফল হবে তা সিনেমা মুক্তির পরই জানা যাবে। দাগি সিনেমায় অফিশিয়াল ভাবে নতুন লুকে দেখা গেছে নিশোকে। যেখানে দেখা যায় নিশোর বড় চুল। বলা যায় পুরো অ্যাকশন রূপে এবার হাজির হচ্ছেন নিশো। দেরি করে কাজে ফিরলেও এবার ভিন্ন ভাবে বড় পর্দায় তাকে দেখা যাবে । তমা মির্জারও লুকের সবাই প্রশংসা করছেন। সুনেরাহ বিনতে কামালও গ্লামার্স লুকে উপস্থিত হয়েছেন।

দাগি সিনেমায় প্রযোজনায় আছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা—আই এন্টারটেইনমেন্ট ও চরকি। ২০২৫ এর ঈদুল ফিতরের মুক্তি পাবে দাগি। ইতিমধ্যে শুটিংও শুরু হয়েছে। আশা করি সিনেমাটি ভালো হবে।

সারাক্ষণের পক্ষ থেকে দাগি সিনেমার জন্য রইল শুভকামনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024