সারাক্ষণ ডেস্ক
কবি হেলাল হাফিজ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গত (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রয়াত কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবার ও কবির শোকাভিভূত ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হেলাল হাফিজ আমরন ভক্তদের ভালবাসায় সিক্ত ছিলেন। দেশ, প্রকৃতি, মাটি ও মানুষের প্রতি তাঁর ছিলো গভীর অনুরাগ। হেলাল হাফিজের মৃত্যুতে দেশ এক গৌরবময় সন্তানকে হারালো। হেলাল হাফিজ বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝেই।
Leave a Reply