প্রদীপ কুমার মজুমদার
যাই হোক বর্ণমালার আবিষ্কার মানুষের জ্ঞানকে বহুদূর এবং অতিদ্রুত উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছে, তবে বর্ণমালার ইতিহাস বর্ণনা করতে গেলে পণ্ডিতেরা নানা প্রকার যুক্তি তর্ক দিয়ে এক জটিল অবস্থার সৃষ্টি করেছেন। আমরা এখানে শুধু সংক্ষিপ্ত পরিচয় দিলাম। কারণ সংখ্যা লিখনে বর্ণমালার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভারতবর্ষে সংখ্যা লিখন পদ্ধতি
সংখ্যা লিখন পদ্ধতি কবে থেকে এবং কোথায় প্রথম উদ্ভব হয়েছিল তা বলা কঠিন। তবে একথা ঠিক যে লিপি আবিষ্কৃত হবার বহু পরে সংখ্যালিখন পদ্ধতি আবিষ্কৃত হয়। সুতরাং এথেকে আমরা কখনই ভারতবর্ষে সঠিক কবে থেকে এই সংখ্যা লিখন পদ্ধতি চলে আসছে তার বিবরণ দিতে পারি না। ভারতবর্ষে সংখ্যা লিখন পদ্ধতির প্রচলন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ছটি দল আছে।
প্রথম দল মনে করেন ভারতবর্ষ সংখ্যালিখন পদ্ধতি বাইরের কোন দেশ থেকে ধার করে এনেছে। অর্থাৎ এ ব্যাপারে বাইরের কোন দেশের কাছে ভারত ঋণী। এই মতের সমর্থকদের মধ্যে টেলর, বেবর, বুলার প্রমুখের নাম উল্লেখযোগ্য। ডব্লিউ ডিকি, আই টেলর প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতবর্গ মনে করেন যে ভারতীয় লিপিমালা দক্ষিণ হুমেরীয় লিপিমালা থেকে উদ্ভূত।
বেবর, বুলার প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতবর্গ মনে করেন ভারতীয় লিপিমালা হয় ফিনিসীয় না হয় উত্তর সুমেরীয় লিপিমালা থেকে উদ্ভূত। যাই হোক আমরা লক্ষ্য করলাম যে প্রথম দলের মধ্যে আবার বিভিন্ন মত রয়েছে।
(চলবে)
Leave a Reply