ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
অন্য ধরনের এক উৎসব
লৌকিক উৎসব-এর নানা সংস্করণও দেখা যায়।এই বৈচিত্র্য সময় ও অঞ্চল ভেদে তৈরি হয় বলে অনেকে মনে করেন। এমনই একটি উৎসবের বর্ণনা দিয়েছেন গবেষক ফাদার লাস কাসেস। এই তথ্য অনুযায়ী বিষয়টি এরকম: কুজকো শহরে সূর্যোদয় ঘটে এবং সেখানে রয়েছে সুন্দর সমতল জমি এবং উপত্যকা। এই উপত্যকায় মিউজিয়াম থেকে রাজাদের এবং তাদের অন্যান্য মনিবদের মমি জড়ো করা হয়।
মহামান্য এবং প্রভাবশালীদের কয়েকটি মমি সুসজ্জিত তাঁবুর নীচে রাখা হয়। এরপর পাখির পালকে সাজানো তাঁবু, মমি প্রদর্শন করতে আসেন ইনকাপ্রধান এবং তাঁর তিনশত পারিষদ। এক্ষেত্রে এমন কোন মানুষকে ঢুকতে দেওয়া হয় না যে বংশ ও সামাজিক মর্যাদায় এদের নীচে। এই সময় সমবেত সংগীত পরিবেশনের রীতি আছে। উপস্থিত অন্যান্য মানুষ সূর্যের নীরব উদয় দেখার জন্য অপেক্ষা করে। সূর্য ক্রমশ উদয় হবার সময় সবাই একসঙ্গে স্নান এবং নৃত্য শুরু করে। উৎসবের শেষ পর্যায়ে থাকে আরও বৈচিত্র্য।
সাধারণ মানুষ একটা বড় আকারের অগ্নিকুণ্ড (Furnau) তৈরি করে এবং এর মধ্যে উৎসর্গীকৃত সব দ্রব্য, প্রাণী ছুঁড়ে ফেলে। এরপর দু’শ মেয়ে সবার হাতে কাপড় দিয়ে জড়ানো বোতল দিয়ে মিছিল-এর মত করে আসে। এই বোতল-এর মধ্যে থাকে নিজেদের কায়দায় তৈরি ‘মদ’ (akja)। এরপর সূর্যাস্ত শুরু হলে সংগীতের সুর ও নৃত্যের ছন্দ সব ম্লান হয়ে যায়।
(চলবে)
Leave a Reply