নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার শ্রীপুর থানার নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কালাে ব্যাজ ধারণ, আলােচনা সভা ও দোয়া মাহফিলের আয়ােজন করা হয়।
আজ (শনিবার) সকালে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র সদস্য সচিব ও অনুষ্ঠান সভাপতি জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমির সঞ্চালনায় কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত আলােচনা সভায় শুরুতে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয় ,প্রশাসনিক কর্মকর্তা জনাব মিঠুন সিদ্দিকী,কচি-কাঁচা একাডেমির সভাপতি জনাব হোসেন আরা জুলি, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক জনাব শাহান শাহাবুদ্দিন, শিক্ষাবিদ ও গবেষক জনাব সাইদ চৌধুরি, প্রভাষক জনাব মাহতাব হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম।
আলােচনা সভাশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহিফল। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ ।
Leave a Reply