সারাক্ষণ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় পার্টি ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অবঃ) মাহফুজুর রহমানের পিতা আমিনুর রহমান (৭০) সাহেব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ শনিবার আনুমানিক বিকাল ৩.৩০ ষ্ট্রোক জনিত কারণে ঝিনাইদহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপ এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আমিনুর রহমান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন। মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব মনিরুল ইসলাম মিলন আমিনুর রহমান সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আমিনুর রহমান সাহেব ব্যক্তি জীবনে সদালাপী অমায়িক ভদ্রলোক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র- কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply