ডিসেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের শানসি প্রদেশের থাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন গ্রুপ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ২টা৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইট।
এবারের গ্রুপ স্যাটেলাইট লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। পিসেট-২০৯-১২ নামের স্যাটেলাইট সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
এটি লং মার্চ ক্যারিয়ার রকেটের ৫৫৩তম ফ্লাইট মিশন।
নাহার/শান্তা
Leave a Reply