ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ইনকা জনগোষ্ঠীর লৌকিক বিশ্বাস, ধর্মীয় ভাবনা, দেবদেবী এসবের মধ্যে একটি নিজস্বতা আছে। আবার অন্য দিক থেকে কোন কোন সময় মায়াদের লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনার কাছাকাছি বলেও মনে হয়। এর একটি কারণ হল দুই সভ্যতায় আদিবাসীগোষ্ঠীর অবস্থান এবং ক্লাসিক-উত্তর মায়া ইনকা সভ্যতার সময় একটা বিন্দুতে সমসাময়িক হয়ে গিয়েছিল। উভয় উভয়কে কিছুটা প্রভাবিত করেছিল।
এই প্রসঙ্গেই আমরা ইনকাদের পূজা অর্চনার প্রথা রীতি সম্পর্কে একটু ওয়াকিবহাল হব। পুজা করবার আয়োজন করতে হলে ইনকা পরিবারের কিছু প্রথা, প্রদ্ধতি মেনে চলতে হয়। এক্ষেত্রে দেখা গেছে প্রথম ভক্তকে ওয়াকা (Waca) র দিকে মুখ করে বসতে হয়। শ্রদ্ধার সঙ্গে মাথা ও গাড় নত করতে হয়। এরপর হাত দুটো সামনের দিকে প্রসারিত করতে হয়। হাত দুটোর মধ্যে কিছুটা ফাঁক রাখেন সেই ভক্ত। এর পর হাত দুটো ছড়িয়ে মাথার উপর আনতে হয় এবং পরে ভক্ত হাতের তালু দুটো উপরের দিকে তুলে তালুর পিছনে একবার চুম্বন করে মন্ত্রের মত কিছু একটা উচ্চারণ করেন।
এই সব ভঙ্গিমাই ভক্তকে হাঁটুর উপর দাঁড়িয়ে করতে হয়। পূজাপদ্ধতির এই মুদ্রার সঙ্গে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পূজাপদ্ধতির মিল আছে। বীরাকোচা বা সূর্য ও বজ্র দেবতাকে পূজা করার সময় ইনকা অধিবাসী কবৃদ্ধি পর্যন্ত মোড়া দস্তানা পরে নেয়। আবার নদী অতিক্রম করা বা কুয়োর কাছে কেউ এলে এই মাটি স্পর্শ করা খুব পবিত্র কর্তব্য। ভূমি ছোঁয়ার সময় সূর্যের দিকে তাকাতে হয়।
(চলবে)
Leave a Reply