মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৫)

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬.০৫ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

বীরাকোচা উৎসব হল বছরের সবচেয়ে সেরা উৎসব। এই উৎসবে অঞ্চলের সব যুবকযুবতী সমবেত হন এবং তাদের একটি করে নাম দেওয়া হয়। এই নাম করণের লৌকিক নাম হল হুয়াকারো (Huacaro) এবং এই লৌকিক আচার কুজকোর কাছেই মাটির উপর পালন করা হয়।

সাধুকে নিয়ে লোককথা এবং তার পদচিহ্ন: লোকগল্প, লৌকিক বিশ্বাস-এর অন্য চিত্রও অন্যত্র পাওয়া যায়। এক্ষেত্রে সাধু বা সন্ন্যাসীর মত এক অবতার ছিল বলে ইনকাদের মধ্যে বিশ্বাস আছে। এই লোকগল্পের পরিচয় আমাদের কাছে উপস্থিত করেছেন The Sun of the New World গ্রন্থের লেখক। চাচাপোয়াস প্রদেশের কালিলাপো শহরে একটি বিরাট পর্বত আবিষ্কৃত হয়েছিল।

এই পাথুরে পর্বতের উপর কিছু পায়ের চিহ্ন পাওয়া গেছে। তীর্থযাত্রী সান্তো তমাস আপোস তোকের হাঁটুর দাগও এর উপরে কাটা হয়েছে। লোকগল্পে এরকমও বলা হয়েছে সাধু যখন দিনের বেলায় প্রার্থনায় বসতেন তখন এইসব পদচিহ্ন খোদাই করা হয়েছিল। রাতের বেলার প্রার্থনার সময় আঁকা হয়েছিল হাঁটুর দাগ।

ইনকারা বিশ্বাস করে এই পদচিহ্ন ও হাটুচিহ্নর কাজ সাধুর মহান শক্তি-ক্ষমতার জোরেই সম্ভব হয়েছিল। এই পদচিহ্ন রেখে যাওয়া বা খোদাই অবস্থায় পাওয়ার বিশ্বাস, ধারণা হিন্দু ও বৌদ্ধধর্মের মধ্যেও আমরা পাই। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় গয়ায় বিষ্ণুর পদচিহ্ন বা তিব্বত এবং ভুটানের বুমথাং (Bumthang)-এ পদসম্ভার।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024