নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করেছে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা 7 টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশ এবং ৮ম রেমিট্যান্স গ্রাহক দেশ হিসবে স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অপরিসীম অবদানের জন্য প্রবাসে কর্মরত সকল বাংলাদেশিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও, রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অভিবাসনে নারীদের অনন্য ভূমিকা তুলে ধরার পাশাপাশি অভিবাসনকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করার জন্য বিশেষভাবে জোর প্রদান করেন। এরপর মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে ফিলিপিনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সদস্যদের একটি মতবিনিময় সভা পরিচালিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত কমিউনিটি নেতৃত্ববৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।পরিশেষে ফিলিপিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সম্মানে একটি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
Leave a Reply