বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৪১)

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭.০০ পিএম

প্রদীপ কুমার মজুমদার

অষ্টাবক্র উবাচ-

যড়াধানে দক্ষিণামাহুরেকে

ষট্ , চৈবেমে ঋতবঃ কালচক্রম্।

যড়িন্ত্রিয়াণ্যুত ষট্ কৃত্তিকাশ্চ

ষট্ , সান্ধ্যঙ্কাঃ সর্ব্ববেদেমু দৃষ্টাঃ।

অর্থাৎ, কেউ কেউ বলেন, আধানে দক্ষিণা ছয়, কালচক্রে ঋতু ছয়। ইন্দ্রিয় ছয়; সমস্ত বেদে দেখা যায়, সাক্ষ্যঙ্কা ছয়।

বন্দী উবাচ-

সপ্ত গ্রাম্যাঃ পশবঃ সপ্ত বন্যাঃ

সপ্ত চ্ছন্দাংসি ক্রতুমেকং বহন্তি।

সপ্তর্ষয়ঃ সপ্ত চাপ্যর্হণানি

সপ্ততন্ত্রী প্রথিতা চৈব বীণা।

অর্থাৎ গ্রাম্য পশু সাত; বন্য পশু সাত। সপ্ত ছন্দ এক যজ্ঞ সম্পন্ন করে, ঋষি সাত; অহনা সাত; বীণাতন্ত্রী সাত, তা খ্যাত আছে।

(চলবে)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024