ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
বিয়ের পদ্ধতি
লোকাচারের গুরুত্বপূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই বিয়ের পদ্ধতির মধ্যে। বিয়েকে ইনকারা সাধারণত সমষ্টিগত উৎসব হিসেবে দেখে। ইনকাদের শাসক বা Governor-এর উপস্থিতিতে বিবাহযোগ্য ছেলে ও মেয়েরা দুটি লাইন করে দাঁড়িয়ে থাকে।
প্রথমটি অনেকটা স্বয়ংবর সভার মত। উপস্থিত ছেলেমেয়েরা এই সমাবেশ থেকে নিজেদের পছন্দমত পাত্র-পাত্রী নির্বাচন করে নেয়। অবশ্য যদি এই নির্বাচন বা পছন্দের ক্ষেত্রে কোনরকম সমস্যা, অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রে অমনোনীত পাত্র তাঁর পছন্দ মত দ্বিতীয় পছন্দের মেয়েকে মনোনীত করে।
এইভাবে পছন্দপর্বের কাজ শেষ হয়ে গেলে গভর্নর প্রতিটি পছন্দ করা মেয়েকে তার পছন্দের পাত্রের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে কন্যাদান হয় সম্রাটের নামে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীরা এই লোকাচার অনুসরণ করে।
(চলবে)
Leave a Reply