বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সিপিবির বৈঠক, দেশের পরিস্থিতি, উন্নয়ন ওগণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮.১৯ পিএম

সরাক্ষণ ডেস্ক

ঢাকা, ২৬ ডিসেম্বর, সিএমজি বাংলা: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতৃবৃন্দের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে সভায় আলোচনা হয়।

সভায় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

দ্বি-পক্ষীয় এই সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতৃবৃন্দ অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।

এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সিপিবি নেতৃবৃন্দ তাদের আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024