বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৪৩)

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০.০০ এএম

প্রদীপ কুমার মজুমদার

বন্দী উবাচ-

একাদশৈকাদশিনঃ পশূনা-

মেকাদশৈবাত্র ভবন্তি যুপাঃ।

একাদশ প্রাণভূতাং বিকারা

একাদশোক্তা দিবি দেবেমু, রুদ্রাঃ।

অর্থাৎ, জীবের ইন্দ্রিয়বিষয় একাদশ; পশুযুপ একাদশই; ইন্দ্রিয় বিকার একাদশ। স্বর্গে রুদ্র একাদশ প্রসিদ্ধ আছে।

অষ্টাবক্র উবাচ-

সংবৎসরং দ্বাদশমাসমাহুঃ

অগত্যাঃ পাদো দ্বাদশৈবাক্ষরাণি।

দ্বাদশাহঃ প্রাকৃতযজ্ঞে উক্তো

দ্বাদশাদিত্যান্ কথয়ন্তীহ ধীরাঃ।

অর্থাৎ, সংবৎসরে মাস দ্বাদশ; জগতীর পদে দ্বাদশ অক্ষর, প্রাকৃতযজ্ঞে দ্বাদশ দিনে সম্পন্ন হয়। বিজ্ঞ লোকেরা বলেন আদিত্য দ্বাদশ।

(চলবে)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024