প্রদীপ কুমার মজুমদার
বন্দী উবাচ-
একাদশৈকাদশিনঃ পশূনা-
মেকাদশৈবাত্র ভবন্তি যুপাঃ।
একাদশ প্রাণভূতাং বিকারা
একাদশোক্তা দিবি দেবেমু, রুদ্রাঃ।
অর্থাৎ, জীবের ইন্দ্রিয়বিষয় একাদশ; পশুযুপ একাদশই; ইন্দ্রিয় বিকার একাদশ। স্বর্গে রুদ্র একাদশ প্রসিদ্ধ আছে।
অষ্টাবক্র উবাচ-
সংবৎসরং দ্বাদশমাসমাহুঃ
অগত্যাঃ পাদো দ্বাদশৈবাক্ষরাণি।
দ্বাদশাহঃ প্রাকৃতযজ্ঞে উক্তো
দ্বাদশাদিত্যান্ কথয়ন্তীহ ধীরাঃ।
অর্থাৎ, সংবৎসরে মাস দ্বাদশ; জগতীর পদে দ্বাদশ অক্ষর, প্রাকৃতযজ্ঞে দ্বাদশ দিনে সম্পন্ন হয়। বিজ্ঞ লোকেরা বলেন আদিত্য দ্বাদশ।
(চলবে)
Leave a Reply