ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
এইসব মন্দিরে তারা কাপড় বোনে। এইসব তাঁতে বোনা কাপড় পূজাঅনুষ্ঠানে ব্যবহার করা হয়। সাধারণভাবে মন্দিরে সেবাদাসী ছোট ছোট মেয়েদের অবস্থান মর্যাদাপূর্ণ। এইসব মেয়েদের মনিব হিসেবে খবরদারী করে তখনকার প্রধান পুরোহিতেরা এবং মেয়েদের সান্ত্বনা দেওয়া হয় সূর্যদেবতার স্ত্রী নাম দিয়ে।
কিছু ঐতিহাসিক মনে করেন সূর্যদেবতার এই কুমারী মেয়েরা আদতে সম্রাটদের অন্তঃপুরের বাঁদী ছাড়া কিছু নয়। এ প্রসঙ্গে ফাদার কোবোর বর্ণনা লোকগল্পের মত মনে হবে। এই গল্পে বলা হয়েছে মুনি কনভেন্ট গেটের কাছে দাঁড়িয়ে সম্রাটকে কানে কানে প্রশ্ন করেন-ইনকা আপনি এই দিনের এই রাতে সূর্যের প্রাসাদে ঢুকেছেন এবং সূর্যের এক বউ-এর সঙ্গে রাত্রি যাপন করেছেন।
সম্রাট তখন উত্তরে বলেন- ‘হ্যাঁ আমি অন্যায় করেছি, পাপ করেছি। মন্দির প্রাসাদের রক্ষী তখন এ কথাই জানবে যে সে কর্তব্যে অবহেলা করেছে। কনভেন্ট নামক মন্দিরে এই ধরনের মেয়েরা পুরোহিতদের নানাভাবে যত্ন করে। পুরোহিতদের জন্য নানাধরনের জামা-কাপড় তৈরি করে।
(চলবে)
Leave a Reply