আলোচনায় সমাধানের তাগিদ

পদ পদোন্নতি না বেশ কিছু দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের হুঁশিয়ারির পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নতুন করে কোনও কর্মসূচি পালন করবেন না বলে জানিয়েছেন।

তবে, এখনো পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালনের ব্যাপারে অনড় বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সরকারের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। তাই এই ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানেরও পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।

সাবেক সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, “এ পর্যায়ে এমন কোনও কর্মসূচিতে যাওয়া যাবে না যা সরকারকে বিব্রত করে। তা কোনও পক্ষেরই নেয়া উচিত হবে না। এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা উচিত।”

বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তবে এখনই সেটা না করে বিকল্প উপায়ে সমাধানের কথা বলছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বিবিসি বাংলাকে বলেন, “ক্যাডার সার্ভিসের লোকেরা তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছে – এগুলো সার্ভিস শৃঙ্খলা পরিপন্থী। কারণ একজন ক্যাডার কর্মকর্তা এই ধরনের আচরণ করতে পারেন না।”

তাহলে এক্ষেত্রে সমাধান কী? এমন প্রশ্নে মি. মিয়া বলেন, “সরকার উভয় পক্ষকে কড়া বার্তা দিতে পারে, এই কাজ বন্ধ না করলে সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। সরকার কঠোর বার্তা দিলে তারা এ থেকে বিরত থাকতে পারেন।”

তবে আগামী তেসরা জানুয়ারি ঢাকায় ২৫টি ক্যাডার কর্মকর্তাদের কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে।