ডিসেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের শেষে চাঙ্গা হয়ে উঠেছে চীনের বক্স অফিস। একসঙ্গে পাঁচটি সিনেমা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে।
আয়ে সবচেয়ে এগিয়ে আছে ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’, এটিই এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সিনেমাটির আয় আট মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং–এর অ্যাকশন ড্রামা ‘দ্য প্রসিকিউটর’। এই সিনেমা চীন থেকে আয় করেছে ৭ দশমিক ১ মিলিয়ন ডলার।
তৃতীয় অবস্থানে রয়েছে ‘জেসন ঝাঙ ব্লিলিয়ান্স ট্রুর’ সিনেমাটি। চীনের এই সিনেমার আয় ৫ দশমিক ৭ মিলিয়ন ডলার। এম্পেরিয়র মোশন পিকচার্সের সিনেমা ‘দ্য লাস্ট ড্যান্স’ আয় করেছে ৫ দশমিক ১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে আয় ১৮ দশমিক ৫ মিলিয়ন ডলার। সিনেমাটি চীন বক্স অফিসে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
চীন বক্স অফিসে দীর্ঘ সময় দাপট দেখিয়েছে ‘হার স্টোরি’ সিনেমাটি। সব মিলিয়ে সিনেমাটির আয় ৯৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। সিনেমাটি গত সপ্তাহে এসেও ৪ মিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে এটা আয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া
Leave a Reply