বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

ফিরে দেখা বছরজুড়ে আলোচিত শোবিজ অঙ্গন

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২.১৩ পিএম

রেজাই রাব্বী

বছরের শেষ দিন আজ, বিদায় নিচ্ছে ২০২৪। দরজায় করে নাড়ছে ২০২৫। নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় সবাই। নতুন বছরকে নতুন করে শুরুর অপেক্ষায় থাকলেও পুরোনো দিনের আলোচিত—সমালোচিত সেই সব স্মরণীয় দিনের কথা মনে থেকেই যায়। রাজনৈতিক পরিস্থিতি কয়েক মাস অস্থিতিশীল থাকলেও প্রেক্ষাগৃহে বছরের শেষ সিনেমা জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ দিয়ে প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেয়েছে। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম কাঁপিয়েছে ওয়েব সিরিজ। শুধু সিনেমা বা ওয়েব সিরিজ—ই নয় জনপ্রিয়তার শীর্ষে ছিল দেশীয় নাটক। আলোচনার অংশ ছিল গান, মৃত্যু, বিবাহ ও বিচ্ছেদ। তাই পুরো বছরের উত্তাপ ছড়ানো শোবিজ তারকাদের সালতামামি এক নজরে দেখে আসা যাক—

তাসনিয়া ফারিণ- বছরটা যেন তাসনিয়া ফারিণ’রই। বছরের শুরুতে শোবিজে বেশি হাইপ তুলে  ওয়েবফিল্ম ‘অসময়’ ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাসনিয়া ফারিণ’র “রঙে রঙে রঙিন হব” গানটি।  এ বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই তারকার ‘ফাতিমা’ সিনেমা। এতে অভিনয়ের জন্য ইরানের ‘ফজর’ উৎসবে পুরস্কৃত হন এই অভিনয়শিল্পী। কলকাতার সিনেমায় বছরের শেষের দিকে দেবের বিপরীতে অভিনয়ের  খবরেও বেশ আলোচনায় আসেন তিনি ।

মেহজাবীন চৌধুরী- চলতি বছরের দ্বারপ্রান্তে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহজাবীন চৌধুরীর। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ দুটি সিনেমা নিয়ে বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।

তানজিম সাইয়ারা তটিনী- ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। যাঁর হাসিতে মুগ্ধ হালের দর্শকরা। চলতি বছর তার অসংখ নাটক মুক্তি পেয়েছে তটিনীর। এর মধ্যে ‘পথে হল দেরী’ নাটকটি দর্শকের বেশি হৃদয় নাড়া দিয়েছে।

সাবিলা নূর- ‘গোলাম মামুন’ সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন সাবিলা নূর।

অপু বিশ্বাস- এ বছর অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায়।

শবনম বুবলী- চলতি বছর শবনম বুবলী অভিনীত  ‘মায়া দ্য লাভ’, ‘দেয়ালের দেশ’ও ‘রিভেঞ্জ’ তিনটি সিনেমা মুক্তি পায়।

পূজা চেরী- ‘লিপস্টিক’ ও ‘আগন্তুক’ এ দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে পূজা চেরীর ।

জয়া আহসান- বছর শেষে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ নাম সিনেমা মুক্তি পেয়েছে।

তানজিন তিশা, সাফা কবির ও টয়া- বছর শেষে মাদককাণ্ডে জড়িয়ে ব্যাপক সমালোচিত হন জনপ্রিয় এই অভিনেত্রীরা।

শাকিব খান- চলতি বছরে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’ নামে তিনটি সিনেমা মুক্তি পায়। তবে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া  ‘তুফান’ সিনেমার দুষ্টু কোকিল গানের মাদ্ধমে বাঙালি শ্রোতাদের পাগল করে  বেশি আলোচিত হন তিনি।

মোশাররফ করিম- চলতি বছর ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’, ‘হাঁসের সালুন’ ৩টি গল্প নিয়ে ‘আধুনিক বাংলা হোটেল’ নামে ভৌতিক গল্প নিয়ে সিরিজে অভিনয় করে মোশাররফ করিম আলোচনায় ছিলেন ।

ইয়াশ রোহান- হালের  অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছেন। চলতি বছর অসংখ নাটক মুক্তি পেয়েছে তার।

আলোচিত যত বিয়ে- চলতি বছরের ১১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মৌসুমী হামিদের । গত ১২ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।  গত ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করে বলে জানান দিয়ে স্বামীর সঙ্গে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। গত ২৩ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। মাত্র ৯ টাকা দেনমোহরে গত  ২১ জুন বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আলোচিত নায়িকা শিরিন শিলা গত ১০ অক্টোবর বিয়ে করেন আবিদুল মোহাইমিন সাজিলকে। চলতি বছরের নভেম্বরে প্রেমের সম্পর্কে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024