বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে ঘটনাস্থলে অন্তত দুইজন শ্রমিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে স্থানীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা চারজন বলা হলেও, তা নিশ্চিত করেনি পুলিশ।
বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বাহুবল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
তবে কেন আর কীভাবে এ বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, গ্যাসের চাপ বাড়ানোর জন্য কাজ করছিলেন নিহত ও আহত শ্রমিকেরা।
বিবিসি নিউজ বাংলা
Leave a Reply