বাংলাদেশে প্রায় ১৪ বছর পর জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এতে সারা দেশ থেকে শিবিরের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা।
সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সম্মেলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এজন্য গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।
সংগঠনটি জানিয়েছে, মোট দুই সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক এক কর্মসূচি পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
শিবিরের সম্মেলনের আমন্ত্রণপত্র
শিবিরের সম্মেলন
বিবিসি নিউজ বাংলা
Leave a Reply