শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১১ পিএম

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হল জাতীয় বহুসাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। ৩১টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণে এ উৎসবে প্রায় দুই লাখ মানুষের আগমন ঘটে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ব্যানার-ফেস্টুনসহ ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবটির শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

এ ছাড়া তাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও বাংলা সংগীত পরিবেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে সারাবিশ্বে পরিচিত করা সম্ভব হবে।

এ উৎসবে বাংলাদেশ হাইকমিশনকে বরাদ্দ দেওয়া স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি তুলে ধরা হয়।

তা ছাড়া বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্র শিল্পের নানা কারুকার্যের জিনিসপত্রও প্রদর্শন করা হয়।

এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে দেশের ঐতিহ্যবাহী খাদ্য পরিবেশন করা হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহুসাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

তিনদিনব্যাপী উৎসবটি গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে ৩৫০টি কমিউনিটি ভিত্তিক দল অংশগ্রহণ করে এবং ৭১টি দেশের কূটনৈতিক মিশন অংশ নেয়। ফলে তা একটি বহুজাতিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024