ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
তারার মালা (Stars)
আকাশকেও ইনকারা দেবজ্ঞানে ভক্তি করে। এই আকাশের নায়করা হল নক্ষত্র যাদের বিভিন্ন নামে ডাকা হয়। এই তারাদের লোকগল্পের তথ্য অনুযায়ী আমরা ডাকি উরুকুচিলে (Urucuchilay) নামে। একে আমরা চিনতে পারি ইয়ামা (Uama) বা সাইএর আকার দেখো। এই ইয়ামা গবাদি পশুদের বাচায় এবং ইনকা সমাজের মেষপালকরা নক্ষত্ররাজিকে পূজো করে।
পাহাড়-পর্বতে বাস করা আমেরিন্দিয়ানরাও তারাদের পূজো করে থাকে। এই তারারা হল চুকি (Chuqui), চিনচে (Chinchay)। এদের আবার বাঘ হিসেবে ভাবার রীতি লক্ষ্য করা গেছে। এরা বাঘ বিড়ালের পরিবারগুলিকে রক্ষা করে। এ বাদেও আনকোচিচয় (Anchochichoy) নামে তারাটি হল প্রাণী ও জন্তুদের রক্ষাকর্তা।
পুরুরা উকাস (Purura ucas): ইনকাদের লোকগল্প ছড়িয়ে আছে সমাজের বিভিন্ন দিকে। এই ছড়ানো কাহিনী কেবলমাত্র দেবতা ধর্মীয় তত্ত্বর প্রচার এমন বলা যায় না। জীবন ও সভ্যতার ধারাবাহিক গতির নানা বাঁকে এই ধরনের লোকবিশ্বাস, গল্প তৈরি হয়েছে। এরকমই এক গল্প হল পাথর থেকে বেরনো মহামতি-সৈন্যগণ। পুরাণে কথিত আছে এই পাথর থেকে আসা সেনাবাহিনী চানকা (Chancas)-দের বিরুদ্ধে ইনকাদের যুদ্ধে ইনকাদের পক্ষ নিয়েছিল।
(চলবে)
Leave a Reply