বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৪৭)

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১০.০০ এএম

প্রদীপ কুমার মজুমদার

মহাভারতের দশাঙ্ক সংখ্যার তৃতীয় উদাহরণের জন্য আদিপর্বের ৬১/৪২-৪৩ শ্লোক ছটি তুলে ধরছি-

স বৈ সংবৎসরং পূর্ণং মাসঞ্চৈকং বনে বসন্॥
তাতোহ গচ্ছদ্ধষীকেশং দ্বারাবত্যাং কদাচন।
লব্ধবাংস্তত্র বীভৎসতাৰ্য্যাং রাচীবলোচনাম্।

এইখানে স্থানীয়মান সহকারে নাম সংখ্যা ব্যবহৃত হয়েছে। নীলকণ্ঠসূরী পূর্ণ = ১০ ধরেছেন। এখন যদি “সংবৎসরং পূর্ণং মাসফৈকং’কে অন্বয় করে সংবৎসরং পূর্ণম্ একম্ মাসম্ একং চ লেখা যায় তাহলে পূর্ণম্, একম্ ১, অঙ্কের বামগতি নিয়মানুযায়ী পূর্ণম্ একম্-১০মহাভারতের দশাঙ্ক সংখ্যার চতুর্থ উদাহরণ বনপর্ব্ব থেকে দেওয়া হোল।

প্রসঙ্গত লক্ষ্য করলে দেখা যাবে যে, একটি উপাখ্যানে পুরোহিত ধৌম্য যুধিষ্ঠিরকে যা বলছেন, তাতে যে সংখ্যা উল্লিখিত হয়েছে কৃষ্ণ কর্তৃক বিবৃত একই উপখ্যানে ভিন্ন সংখ্যা পাওয়া যায়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৪৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৪৬)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024