বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

তিতুমীরিয়ান তারকা যারা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৫.০০ পিএম
রেজাই রাব্বী
অভিনয় জগতে বেশ জনপ্রিয়তা রয়েছে শবনম বুবলি, হাসান মাসুদ ও জিয়াউল হক পলাশের। তাঁরা তিতুমীর কলেজের শিক্ষার্থী।  বুবলি সাংবাদিকতা দিয়ে নিজের কর্মজীবন শুরু করলেও তারপর সিনেমা জগতে অভিষেক করেন এবং পলাশ পরিচালক ও নাট্য অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। বুবলি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। সরকারি তিতুমীর কলেজ হতে অর্থনীতি বিভাগ থেকে  স্নাতক ডিগ্রী অর্জন করেন ৩৫ বছর বয়সী এই তরুণী। বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ এমবিএ সম্পূর্ণ করেন। ২০১৩ সালে কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে, তারপর ২০১৬ সালে সিনেমা জগতে কর্মজীবন শুরু করেন এই চিত্রনায়িকা।  তারপর বেশ কিছু চলচিত্রে অভিনয় করে আসছেন চিত্রনায়িকা বুবলি। তিনি সর্বপ্রথম ব্যাক্তিগত জীবনে ২১ এপ্রিল ২০১৭ বসগিরি সিনেমা দিয়ে মেরিল প্রথম আলো সেরা অভিনেত্রী হিসেবে পুরুষ্কার বিজয়ী হন। তার অভিনীত  উল্লেখযোগ্য সিনেমা হলো ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, বীর, চোখ, ৭ নম্বর ফ্লোর, লিডার: আমিই বাংলাদেশ, ক্যাসিনো, প্রহেলিকা, দেয়ালের দেশ, মায়া : দ্য লাভ,রিভেঞ্জ ইত্যাদি।

অভিনেতা, পরিচালক এবং গায়ক হাসান মাসুদ। এছাড়াও তিনি একজন সাবেক সাংবাদিক ও সামরিক কর্মকর্তা। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ২০০৩ সালের ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মেড ইন বাংলাদেশ চলচ্চিত্র এবং অনেক নাটকে অভিনয় করেন। তার অভিনীত টেলিভিশন নাটকগুলির মধ্যে রয়েছে হাউস ফুল, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্রাজুয়েট, রঙের দুনিয়া, এবং বাতাশের ঘর ইত্যাদি।

পলাশ নোয়াখালী জেলায়  জন্মগ্রহণ করলেও তাঁর বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। সরকারি তিতুমীর কলেজ হতে ফিনান্স ও ব্যাংকিং বিভাগ হতে স্নাতক পাশ করেন ৩১ বছর বয়সী এই তরুণ অভিনেতা। পলাশ অভিনেতা ও নির্মাতা দুটোতেই বেশ আলোচিত।  অভিনেতা হিসেবে  হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। তাঁর ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিত লাভ করে। তার অভিনীত  উল্লেখযোগ্য নাটক হলো ব্যাচেলর পয়েন্ট, টম অ্যান্ড জেরি, নেটওয়ার্ক বিজি, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, মি অ্যান্ড ইউ, কমপ্লিট, মোবাইল ফোন, ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজসহ আরো অনেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024