প্রদীপ কুমার মজুমদার
কৃষ্ণের উক্তি:
যো বন্ধা ত্রিশতং চাখান্ দেবেভ্যে। যমুনামহু।
সরস্বতীং বিংশতিঞ্চ গঙ্গামনু চতুৰ্দ্দশ।
অর্থাৎ যমুনাতীরে ১০৩, সরস্বতীতীরে ২০ এবং গঙ্গাতীরে ১৪টি অশ্বমেধ যজ্ঞ ভরত করেছিলেন।
মহাভারত থেকে আর একটি উদাহরণ তুলে ধরছি। এই গ্রন্থের আদিপর্বের কোন এক স্থানে মহর্ষি বৈশম্পায়ন জন্মেজয়কে বলছেন:
তদ্বনং পাবকো ধীমন্ দিনানি দশ পঞ্চ চ।
দদাহ কৃষ্ণ পার্থাভ্যাং রক্ষিতঃ পাকশাসনাৎ।
অর্থাৎ ‘হে ধীমান! কৃষ্ণ ও পার্থ কর্তৃক ইন্দ্র হইতে পরিরক্ষিত হয়ে অগ্নি পনেরো দিনে সেই বন দগ্ধ করেছিলেন।’
দ্বিতীয় একটি শ্লোকে তিনি বলেছেন-
পাবকশ্চ তদা দাবং দপ্তা সমৃগপক্ষিণম্।
অহানি পঞ্চ চৈকঞ্চ বিররাম সুতপিতঃ।
এখানে পঞ্চচৈকঞ্চ এবং পঞ্চদশ এর অর্থ ১৫ হবে। অর্থাৎ এখানে স্থানীয়মান সহকারে নাম সংখ্যার প্রয়োগ দেখতে পাচ্ছি।
(চলবে)
Leave a Reply