শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৯)

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫.৪৬ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

যুদ্ধ করেছে আবার তারাও এক সময় পরাজিত হয়েছে। এর ফলে এই বর্তমান ও আগন্তুকদের জাত, ভাষা, ধর্ম, সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এই মিশ্রণের ফলে কোন কোন সময় আগন্তুক বা অনুপ্রবেশকারী শাসকের ভাষা, সংস্কৃতির অবশিষ্টাংশ থেকে যায়। তখন সেই ভাষা মূল দেশ ও জনগোষ্ঠীর ভাষার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় ঢুকে যায়।

আবার কোন কোন সময় এই ভাষাকে বাহন করে সংস্কৃতি, লোকাচার ও মূল জনগোষ্ঠী সংস্কৃতিকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে আমরা বাণিজ্য ও ধর্মীয় প্রচারক বা মিশনারীদের উল্লেখ করতে পারি। ব্যবসা ও বাণিজ্য করতে আসা মানুষ তাদের কাজ করার সময় মূল দেশ- এর সঙ্গে যেসব শব্দ, ভাষা, সাংস্কৃতিক হাব-ভাব আদান-প্রদান করে তা অনেকটাই মূল দেশ-এর ভাষা ও অন্যান্য সাংস্কৃতিক উপাদান দ্বারা বেশি পরিমাণে প্রভাবিত হয়।

এই সকল প্রভাবের ফল হিসেবে আগন্তুকদের মধ্যে একটা সময়ে ঐ মূল দেশের শব্দ, ভাষা, প্রতিষ্ঠিত হয়ে যায়। ভাষার এই অভিবাসন বিশেষ করে আর্য- সামাজিক আদান-প্রদানের এক গুরুত্বপূর্ণ উপাদান। ক্রিয়া-প্রক্রিয়ার এই অন্তহীন ছন্দের মধ্য দিয়ে গড়ে ওঠে জনগোষ্ঠীর ভাষা, সামাজিক রীতিনীতি, আচার- আচরণ প্রথা বা বিশ্বাসের এক সুন্দর হিমায়িত ঐতিহ্য। ভাষার একটি সমাজ- নৃতাত্বিক ব্যঞ্জনা আছে।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৮)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৮)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024