নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের নির্বাচনে কারচুপির দায় স্বীকার করাা রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাতা বর্তমানে পুলিশ হেফাজতে।
তার এই স্বীকার করাকে কেন্দ্র করে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আরেকটা প্রশ্ন্ উঠেছে।
সরকার বলছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কমিশনারকে দিয়ে এই কথা বলিয়েছে।
পাকিস্তানের নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই এখন বহির্বিশ্ব পর্যবেক্ষণ করেছে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে নির্বাচনে কারচুপির ক্ষেত্রে নিজের ভূমিকার কথা জানানোর পর সারা পাকিস্তানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সবচেয়ে বেশি আসন পাওয়া পাকিস্তানের সাবেক প্রধান বিরোধী দল পিটিআই ও তার মিত্ররা প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) ও প্রধান বিচারপতির (সিজেপি) এ পদত্যাগ দাবি করেছে। সূত্র: ডন
পাকিস্তান পিপলস পাটির্ (পিপিপি) রাওয়ালপিন্ডির কমিশনারের অভিযোগ তদন্ত করার দাবি জানিয়েছে। তবে পকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এ কমিশনারের মানসিক অবস্থা বা সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে এমন তদন্তের দাবি নাকচ করে দিয়েছে।
পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ দুনিয়া নিউজকে বলেছেন, রাওয়ালপিন্ডির কমিশনার মনে হচ্ছে মানসিকভাবে অসুস্থ আর সেকারণে তিনি আত্মহত্যার চেষ্টা করার দাবি করেছেন।
Leave a Reply