বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪২)

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৫.৩৯ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা এবং ভারতীয় ভাষার মিল সম্পর্কে আমাদের একথা বলতে হবে যে এই মিলের মূল উৎস বা ক্ষেত্র হল সভ্যতার ঐতিহাসিক পর্যায়। তৃতীয় প্রাক-খ্রিস্ট বর্ষকে বৌদ্ধধর্ম প্রসারের কাল হিসেবে চিহ্নিত করা যায়। তবে ইনকাদের বর্ণমালা বা লিপি ছিল কিনা এ প্রশ্নে ঐতিহাসিকদের মধ্যে সন্দেহ ও বিতর্ক আছে। তবে এই সঙ্গে একথাও উল্লেখ করা প্রয়োজন পুরাতাত্ত্বিক ড. ডি. কে কাঞ্জিলাল ব্রাহ্মী বর্ণমালা উদ্ধার করতে পেরেছিলেন।

ড. কাঞ্জিলাল মনে করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের কিছু আগে এই বর্ণমালা ইকুয়েদের অঞ্চলে পৌঁছেছিল। সম্ভবত এরই কিছু আগে ভারতবর্ষে এই বর্ণমালা প্রথম শুরু হয়েছিল। এককথায় আমরা বলতে পারি বর্ণমালা ও ভাষা সম্পর্কে কিছুটা বিতর্ক ও সন্দেহ থাকলেও এ বিষয়ে একমত হওয়া যায় যে লাতিন আমেরিকা ইনকা সমাজ ও ভারতীয় সভ্যতার মধ্যে মিলের একটি ঐতিহাসিক গ্রহণযোগ্যতা আছে।

ইনকা সমাজের ভাষা এবং জনগোষ্ঠীর ঐতিহ্যগত বৈচিত্র্যকে ঘিরে গড়ে উঠেছে নানাধরনের সামাজিক রীতি। উৎসবগুলি প্রধানত সামাজিক মেলামেশা আনন্দ এবং বিশেষ কোন উপলক্ষ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। কোন কোন সময় কিছুটা ধর্মীয় আবেদনও মেশানো থাকে এবং এর অনেকগুলি ইনকাসভ্যতার প্রথম থেকে শুরু হয়ে স্প্যানিশ পরবর্তীকালেও তা চলছে। বছরের নির্দিষ্ট মাসে এবং দিনগুলিতে যেসব সামাজিক উৎসব পালিত হয় তার একটি চিত্র তুলে ধরা যাক।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪১)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪১)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024