বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৩)

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৫.১৪ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

জানুয়ারি ৬

এই সামাজিক উৎসবটির নাম পণ্ডিত মানুষের বা রাজার পরিদর্শন (The visit of the wise Men)। স্প্যানিশ ভাষায় এর নাম বাখাদা দে রেইস। এই উৎসবের সময় ভারায়ক এর (Varayoc) ক্ষমতা পরবর্তী বা উত্তরসূরীকে হস্তান্তর করা হয়। এই প্রজন্মের ক্ষমতাপ্রাপ্ত মানুষটির হাতে রূপোর প্রলেপ লাগানো একটি লাঠি থাকে। এটি একটি প্রতীক মাত্র। এর সঙ্গে একটি মিছিল বেরোয় এবং এই মিছিলে থাকে দুটি মূর্তি। এই মূর্তি দুটিকে বলা হয় খৃষ্ট শিশু এবং সান ইসিডো নামে এক কৃষক। এরা শহরের চারপাশে ঘুরে বেড়ায় এবং এই সঙ্গে থাকে বিকেলে ষাঁড়ের লড়াই। এই ষাঁড়ের লড়াই প্রথা এসেছে স্পেনের ঐতিহ্য থেকে।

ফেব্রুয়ারি ১-১৪: পুনোতে অনুষ্ঠিত কান্দেলারিয়া উৎসব। কান্দেলারিয়ার কুমারীকে সম্মান জানানোর জন্য এই উৎসবটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারী মাসের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই উৎসব চলে। এর মধ্যে ২ তারিখটি খুব গুরুত্বপূর্ণ। কম বেশি গায়কদের ৫০টি গোষ্ঠী সমগ্র পুনো থেকে জড়ো হয়। গোষ্ঠী গায়করা জমকালো সব পোশাক পরে রাস্তা পরিভ্রমণ করে। যাতে ব্যাল্যা

ফেব্রুয়ারি-এই উৎসবটির নাম কার্ণাভালেসকো উৎসব। সংক্ষেপে বলা হয় কার্নিভাল। এই উৎসবটির নির্দিষ্ট কোন দিনের উল্লেখ পাওয়া যায় না। এই’ কার্নিভাল এর অন্যতম কর্মসূচী হল আকোরা নৃত্য (Acora)। এই নাচটি আসলে আইমারা জনগোষ্ঠীর একটি নাচের নাম। আকোরা অঞ্চলের মানুষ তিতিকাকা লেকের কাছে এই অনুষ্ঠানটি পালন করে। অঞ্চলটির অবস্থান পুনোর ৩৫কিমি দক্ষিণে। আকোরা সাংস্কৃতিক ঐতিহ্যর জন্য বিখ্যাত। এই আইমরা নৃত্যটির প্রধান বার্তা হল পৃথিবী, প্রকৃতি এবং প্রাণীদের মধ্যে সুন্দর সম্পর্ক ও ভালবাসা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪২)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪২)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024