ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
মার্চ-এপ্রিল
পবিত্র সপ্তাহ। স্প্যানিশ ভাষায় এই উৎসবকে বলা হয় সেমানা সান্তা (Semana Santa)। আয়াকুচো গোষ্ঠীর মধ্যে প্রচলিত (মার্চ-এপ্রিলের) এক সপ্তাহের এই উৎসবটির মধ্যে থাকে প্রাণ, মন এবং উচ্ছ্বাসের এক পবিত্র প্রকাশ। এই সপ্তাহের মধ্যে অনেক মিছিল, সমাবেশ এবং আপামর জনসাধারণ খুব শ্রদ্ধা- ভক্তি নিয়ে এই উৎসব মিছিলে অংশগ্রহণ করে। কুজকো শহরেও এই মিছিল সংগঠিত হয়।
মিছিলের পুরোভাগে থাকেন শহরের বয়স্ক সম্মানিত ব্যক্তিগণ। তাদের অনুসরণ করেন সাধারণ মানুষের বিরাট অংশ। সপ্তাহের মধ্যে কয়েকদিন মৃত্যু, আবির্ভাবকে মিছিলের মাধ্যমে স্মরণ করা হয়।
মে ২-৩ঃ মে মাসের এই দুই দিনের বিশেষ উৎসবের নাম হল যীশুর ক্রস- এর উৎসব। এই ক্রসকে ফুল এবং সুন্দর ফিতে দিয়ে সাজানো হয়। রাতের বেলায় সাধারণ মানুষ এই ক্রসকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানায়। এই ক্রসকে গির্জায় নিয়ে যাওয়া হয় এবং এসবকে আশীর্বাদ করা হয়। সংগীতশিল্পী এবং যন্ত্রসংগীতশিল্পীরা এই ক্রসকে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
মে-জুন: মে-জুন মাসে অনুষ্ঠিত হয় এই কেলুর রীতির প্রধান উৎসবটি।
(চলবে)
Leave a Reply