শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৫)

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫.৫৭ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

স্প্যানিশ ভাষায় বলা হয় Senor de Quyllur Rete বা Lord of Qayllur rite আন্দেস পর্বতমালার কোল ঘেঁষে ঘটে যাওয়া এই উৎসবের মধ্যে স্প্যানিশ ও দেশজ সংস্কৃতির মিশ্রণ। এই উৎসবের ধর্মীয় বিশ্বাসের দিকটি হল পর্বতের দেবতার ধারণা।

তীর্থযাত্রীরা শ্রদ্ধা ও ধৈর্য্য নিয়ে চার ঘণ্টার মত পথ পরিভ্রমণ করে। এর মধ্যে তারা ৯টি মোড় এবং মিনার অতিক্রম করে। এর মন্দির চূড়াটি পাহাড়ের ৪৬০০ মিটার উঁচুতে। এই জায়গাটির নাম হল সিনাখাড়া (Sinakhara)। উপস্থিত জনতা এই সময়ে পবিত্র হওয়ার জন্য স্নান করে। ইনকারা বিশ্বাস করে এর ফলে তারা নতুন উৎস নিয়ে দেবতাদের কাছে যেতে পারে।

কর্পাস ক্রিস্তি উৎসব: মে-জুন মাসে আরেকটি উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবটিকে ইনকারা নাম দিয়েছে কর্পাস ক্রিস্তি। ক্লাইস্টের দেহ উৎসব কুজকো শহরের বিভিন্ন দিকে ১৫টি মূর্তির প্রদক্ষিণ পর্ব চলে। এর পেছনে থাকে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম গোষ্ঠী এবং গায়কদের দল।

এদের মধ্যে কে কত ভাল গাইতে বা বাজাতে পারে তা নিয়ে একরকমের প্রতিযোগিতার ভাব তৈরি হয়। এইসব মূর্তির প্রতীকী অর্থ হল কুমারী এবং সাধু এদের কাথিড্রালে নিয়ে যাওয়ার পর আর্শীবাদ করা হয়। এরপর সব মূর্তিকে নিজেদের চার্চ-এ ফেরত আনা হয়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024