স্বদেশ রায়
ছেলেটি ও মেয়েটি কে কাকে বেশি ভালোবাসে
এই নিয়ে ওদের মধ্যে ছিলো তুমল ঝগড়া।
ওদের ঝগড়াগুলো কখনো বর্ষার ভরানদীর মতো হতো
কখনো বা কুয়াশা ঝরা চাঁদের নিচের বিলের মতো ।
এই ঝগড়া নিয়ে ওরা ঠিক পাখির ঠোঁটের মতো
বাতাস চিরে চিরে দিন পার করতে থাকে।
এ হেমন্তে ছেলে মেয়ে দুটো শীত কাতর পাখির মতো যায়
বেঁচে থাকার জন্যে ওদের কোন এক অবিশ্বাস্য ওম দরকার।
গভীর রাতে ওরা ওম খোঁজার জন্যে
আগুনে পুড়ে যাওয়া একটি ঝলসানো বাড়ির সামনে গিয়ে
নীরবে দাঁড়ায়।
একে অপরের ধরা হাত ক্রমেই আরো শক্ত করে ধরতে থাকে
ওদের বুকের ভেতর একটি তরবারী ওই বাড়ির ছাই থেকে
ক্রমেই ধারালো হতে থাকে-
আর বাতাসে ভেসে আসা পোড়া গন্ধে
ওরা হয়ে ওঠে মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করার
এক অবিনাশী প্রেমিক প্রেমিকা।
Leave a Reply