জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে নতুন কোনো সংক্রামক রোগ নেই, এবং দেশের বর্তমান শ্বাসযন্ত্রের সংক্রামক রোগগুলো সবই পরিচিত রোগজীবাণু দ্বারা সৃষ্ট, চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির একজন বিশেষজ্ঞ এ কথা জানিয়েছেন।
রোববার চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) এর এক সংবাদ সম্মেলনে চীনের সিডিসি রিসার্চ ফেলো ওয়াং লিপিং বলেন, ইনফ্লুয়েঞ্জা বর্তমানে প্রাথমিক রোগ যার কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিতে হয়।
হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) সম্পর্কে, ওয়াং বলেন এটি কয়েক দশক ধরেই মানব সমাজে রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি সম্পর্কে রিপোর্ট বৃদ্ধির কারণ হলো সনাক্তকরণ পদ্ধতির উন্নতি।
বিশেষজ্ঞের মতে, এই বছর শ্বাসযন্ত্রের সংক্রামক রোগের সামগ্রিক তীব্রতা এবং প্রাসঙ্গিক চিকিৎসা চাপ গত বছরের চেয়ে বেশি হবে না।
শান্তা/মিম
Leave a Reply