জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে চোখ ধাঁধানো বরফ-তুষার ভাস্কর্য প্রদর্শনী। এই প্রদর্শনীতে অসাধারণ সৌন্দর্যময় ও নান্দনিক ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। হারবিনের সান আইল্যান্ড ইন্টারন্যাশনাল স্নো স্কাল্পচার আর্ট এক্সপো পার্কে এই প্রদর্শনীতে দেশ বিদেশ থেকে পর্যটকরা এসেছেন।
ভাস্কর্যগুলোতে চীনের লোকজ ঐতিহ্য, মহাকাব্য থেকে শুরু করে আধুনিক কার্টুন চরিত্র, হাইব্রিড ধানের জনক বিজ্ঞানী ইউয়ান লংফিংয়ের প্রতিকৃতি, তুষারমানব, ধাবমান ঘোড়া, রাজপ্রাসাদ, দুর্গ সবকিছুই রয়েছে।
চীনের হারবিন সিটি শীতকালীন পর্যটনের এক কেন্দ্রভূমি হয়ে উঠেছে। এখানে শীতের তুষার ঢাকা শুভ্র প্রকৃতির শোভা উপভোগ করতে আসছেন পর্যটকরা।
শান্তা/শুভ
Leave a Reply