শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৮.৩৫ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন”

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়াসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র রোববার সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সেখানে ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা কীভাবে এগোবে, তা গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিংসহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে।

 

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট”

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।

রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-৬ নম্বরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

 

বণিক বার্তার একটি শিরোনাম”গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন

সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলা হয়, প্রথমবারের মতো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীমের সাথে বৈঠক করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

পোস্টে দেয়া বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ এবং অগ্রাধিকার নিয়ে আলোচনা করার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বার্তায় আরো জানানো হয়, বৈঠকে জ্যাকবসন দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশী জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন।

এদিকে, বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের জন্য মার্কিন সরকারের প্রশংসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সরকারের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও আর্থিক সংস্কারের মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দৃঢ় অর্থনৈতিক ভিত্তি অর্জনের বিষয়ে অত্যন্ত আশাবাদী বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন ২০২৫ সালের ১১ জানুয়ারি থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন – তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।

 

মানবজমিনের একটি শিরোনাম “একদিনে তিন প্রভাবশালী দূত সেগুনবাগিচায়”

এজেন্ডা ভিন্ন। কিন্তু একই দিনে কাছাকাছি সময়ে সেগুনবাগিচায় পৃথক সাক্ষাৎ-বৈঠক করলেন বিশ্বের প্রভাবশালী ৩ রাষ্ট্রের রাষ্ট্রদূত। দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। দুপুরে রাশিয়ার রাষ্ট্রদূত। অপরাহ্ণে যান নবনিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সব ক’টি বৈঠকে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। স্মরণ করা যায়, গত ১১ই জানুয়ারি ঢাকায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিববের সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ।

গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত: পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে মার্কিন দূতের ব্যাক টু ব্যাক বৈঠকের দূতাবাসের তরফে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উভয় বৈঠকেই সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ছিল এমন নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রথমবারের মতো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অভিন্ন স্বার্থ এবং অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জ্যাকবসন দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং বাংলাদেশি জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং চীনের রোগী পাঠানোর নিয়ে আলোচনা: এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র উপদেষ্টার আজ থেকে শুরু হওয়া চীন সফর নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়েছেন সেগুনবাগিচা। সফরে রেল, স্বাস্থ্য ও পানিবিষয়ক সহযোগিতাকে গুরুত্ব দেবে বাংলাদেশ। চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাচলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে প্রস্তাবনা রয়েছে, যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মত। মন্ত্রণালয় জানায়, চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নতমানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেয়ার অনুরোধ জানাবে ঢাকা। বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের আওতায় যাত্রীদের জন্য আরও রেলওয়ে কোচ যুক্ত করার জন্য বেইজিংয়ের সহায়তা চাইবেন পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে রোববারের বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, চীনা ঋণের সুদের হার কমানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বেইজিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মতে, বৈঠকে চীনা রাষ্ট্রদূত উপদেষ্টাকে ২০ থেকে ২৪শে জানুয়ারি চীনে তার প্রথম আসন্ন দ্বিপক্ষীয় সফরের বিষয়ে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024