শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

চীন জুড়ে উৎসবের আবহ

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৬.০৩ পিএম

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন উৎসবের আবহ। আসন্ন বসন্ত উৎসব বা চীনা নববর্ষ উপলক্ষে বিভিন্ন নগরে চলছে আলোকসজ্জা, লণ্ঠন প্রদর্শনী, মন্দির মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।

বেইজিংয়ের চিংশান পার্ক, বেইহাই পার্কসহ বিভিন্ন পার্ক ও পর্যটন স্পট এবং প্রধান প্রধান সড়ক ও চত্বরে লণ্ঠন প্রদর্শন, আলোকসজ্জা ও মেলা চলছে।

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং শহরে চলছে লণ্ঠন ও আলোকসজ্জা প্রদর্শনী। শানতোং প্রদেশের ছিংচোও সিটিতে লণ্ঠন বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। হেবেই প্রদেশের ছ্যংতা সিটিতে চলছে আলোকসজ্জা। চ্যচিয়াং প্রদেশের নিংবো সিটির রাতের বাজার জমে উঠেছে বসন্ত উৎসবের আনুষাঙ্গিক সামগ্রীতে।

এ বছর ২৯ জানুয়ারি চাইনিজ নিউ ইয়ার শুরু হবে। এ উপলক্ষে দেশজুড়েই চলছে বিভিন্ন রকম আয়োজন।

শান্তা/মিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024