স্বদেশ রায়
সবুজ, হলুদ দিগন্ত বিস্তৃত মাঠের হাওয়ায় হাওয়ায়-
কুয়াশা ঢাকা আর চাঁদনী ও গভীর কালো অমবস্যার রাতের
এই বাংলায়-
তুমি ফিরে এসো তুমি, হে গ্রাম্য বালিকা-
যে যাই বলুক না কেন,
যত চপলতা থাকুক তোমার পায়ের চলায়-
তোমার রূপোর নুপুর বেসুরো বাজুক না মাঝে মাঝে-
তবুও তোমাকে ছাড়া মানায় না বাংলার শর্ষে ক্ষেতে দীঘল দৌঁড়-
সাগরের জলে রাখা পা-
আর গাছের ডালে বসে দূরন্ত দোল খাওয়া।
তুমি আর এই সতরঞ্জি রঙ মিলেই তো আমার বাংলা-
তুমি মুখরা হলে উত্তাল হয়
আমার বাতাস-
তুমি গান গাইলে আরো সবুজ হয় কচি ধান ক্ষেত।
এখানে ঝোপগুলোও আদরে মেনে নেয় শেয়ালের আনাগোনা-
এখানে বালক বালিকা বিষ্ময়ে তাকিয়ে দেখে
শকুনের মৃতদেহ খাওয়া।
তারপরেও সে সব ভেসে যায় জোয়ার ও ভাটার টানে।
এ বাংলায় তোমার শ্যামল মুখ ছাড়া গাছের ঝোঁপে মানায় কি কোন
চকিত উঁকি।
এখানে শেয়ালেরা গায়ের বঁধুর হাঁস চুরি করে
ধূর্ত দাঁত ও নখে- লোভাতুর চোখে-
তবুও হাঁসেদের কলরবে জেগে ওঠে বিলের পানি।
হাসের ঝাকেরা তাই সন্ধ্যার আগেই বড় বড় চোখ করে চায়-
তুমি এসে দাঁড়াও তীরে-
ডাকো তৈ তৈ তৈ
হাঁসগুলি কই গেলি কই?
Leave a Reply