প্রদীপ কুমার মজুমদার
সেখানে দুর্যোধন প্রভৃতির সঙ্গে ১৩ বৎসর বাস করলেন। পরে যতুগৃহে ৬ মাস কাটানোর পর বেরিয়ে পড়লেন। পথে ঘটোৎকচের জন্ম হয়। একচক্রপুরীতে • মাস কাটানোর পর দ্রুপদ রাজার কাছে ১ বৎসর থাকেন। দুর্যোধন প্রভৃতির সঙ্গে ৫ বৎসর থাকার পর ইন্দ্রপ্রস্থে ২৩ বৎসর কাটান। তারপর বনবাস ১২ বৎসর এবং ১ বৎসর অজ্ঞাতবাস করেন।
৩৬ বৎসর রাজত্ব করার পর পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে ৬ মাসে যুধিষ্ঠির স্বর্গলোকে উপস্থিত হন। এই হিসাবে যুধিষ্ঠিরের বয়স ১০৮ বৎসর।
কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে ধৃতরাষ্ট্র সঞ্চয়কে অর্জুন সম্বন্ধে বলছেন- একান্ত বিজয়স্তেব ক্রয়তে ফাল্গুনস্থ্য চ এয়স্ত্রিংশৎ সমাহয় খাণ্ডবেহগ্নিমতর্পয়ৎ।
মর্মার্থ হচ্ছে-“কিন্তু ফাল্গুনীর কেবল বিজয়ের কথা শোনা যায়।
এয়স্রিংশবর্ষ বয়স্ক (ফাল্গুনী) খাওবারণ্যে অগ্নিকে আহুতি দিয়ে তৃপ্ত করেছিলেন”। এখানে ‘ত্রয়ত্রিংশৎ’ এর অর্থ ৩৩। হরিদাস সিদ্ধান্তবাগীশ লিখেছেন-ত্রয়ত্রিংশতি বিভক্তি লোপ আর্থঃ। দ্বাদশাদিত্যাঃ একাদশ রুদ্রাঃ আইট বসবঃ ধাতা, ইন্দ্রশ্চেতি এয়স্ত্রিংশতং সুরান খাণ্ডবে সমহয়।” অর্থাৎ এয় রিংশৎ- তেত্রিশ দেবতা এই অর্থ সিদ্ধান্ত বাগীশ মশাই বলেছেন। সুতরাং আমরা দেখলাম যে দুতরাষ্ট্র তাঁর কথোপকথনে নাম সংখ্যার প্রয়োগ করেছেন।
(চলবে)
Leave a Reply