নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর অঙ্গহানির চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচের জন্য আপাতত ১০ লাখ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে এ অর্থ দিতে হবে। ওই শিশুর পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। ২০২১ সালের মার্চে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নকশা পরিবর্তন ও আব্দুর রাজ্জাকের দোতলা বাসবভনের ওপর দিয়ে ক্যাপ ও কভারবিহীন বৈদ্যুতিক লাইন স্থাপন করে। এই লাইনে সংযোগ না দিতে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাছে আবেদনও করেছিলেন আব্দুর রাজ্জাক।
পরে ৯ মে আব্দুর রাজ্জাক ঢালীর ৭ বছরের শিশু রাকিবুজ্জামান ওই তারে বিদ্যুতায়িত হয় এবং এতে তার শরীর ঝলসে হাড়-মাংস খসে পড়ে। রাকিবুজ্জামানকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের বগল থেকে ও ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়। এ ঘটনার ক্ষতিপূরণ চেয়ে একই বছরের ২৫ মে আব্দুর আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট সবার প্রতি ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু বিবাদীরা ক্ষতিপূরণ দেননি এবং অন্য কোনো ব্যবস্থাও নেননি। তাই আব্দুর রাজ্জাক ঢালী এ রিট করেন।
Leave a Reply