সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যানের সমর্থন

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৫.৪০ পিএম

সারাক্ষণ ডেস্ক

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারো সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদরে। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয়না। উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিও ভূক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দ্রারিদ্র্যতার সাথে যুদ্ধ করে এই সকল মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবন যাপন করলেও, দায়িত্ব পালনে অনিহা নেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভের সাথে বলেন, যৌক্তিক দাবিতে দারিদ্রপিড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024