সারাক্ষণ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে গত ১৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ে Iontophoresis প্রযুক্তির সেবা এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে Pulsed Electro Magnetic Field (PEMF) প্রযুক্তির সেবা, রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:১৫ থেকে বিকেল ৪:৪৫ পর্যন্ত, কার্জন হল ভবনে (দক্ষিণ-পূর্ব বারান্দায়, ভবনের পিছন দিকে)। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই সেবা। সহযোগিতায় রয়েছে সামাজিক প্রতিষ্ঠান বাইবিট লিমিটেড। সাধারণত প্রতি সেশনে ৪০ মিনিট করে ১০ দিন থেরাপি নিলে উপশম হয় বা উপশমের লক্ষণ বুঝা যায়।
যারা এ সেবা নিতে আগ্রহী তাদেরকে বিভাগের ওয়েবসাইটে দেওয়া গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে। এ সেবা নিতে পারবেন দেশের আপামর জনগণের যে কেউ। ওয়েবসাইটের লিংক, https://bmpt.du.ac.bd/free-sweat-and-pain-therapy-camp/ ১৩ ফেব্রুয়ারির পর এ সেবার জন্য বাইবিট লিমিটেড এর অফিসে যোগাযোগ করা যেতে পারে।
উন্নত বিশ্বে অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ে Iontophoresis প্রযুক্তির যন্ত্র এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে PEMF প্রযুক্তির যন্ত্র স্থানীয়ভাবে উন্নয়ন করে বেশ কিছু বছর আগে সফল হয়েছে অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। উন্নত বিশ্বে প্রায় ৫০/৬০ বছরের গবেষণায় পাওয়া গেছে যে এ দুটো যন্ত্রের উল্লেখযোগ্য কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।
তাই দুটি যন্ত্রই ডাক্তারের পরামর্শক্রমে ঘরে বসে ব্যবহার করা যেতে পারে, তবে হার্টে পেসমেকার লাগানো রোগী এবং গর্ভবতী মায়েদের জন্য এ যন্ত্র ব্যবহারে বারণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফলকে জনগণের কাছে সুলভে পৌঁছে দেওয়ার জন্য অধ্যাপক রব্বানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাইবিট লিমিটেড (BiBEAT Ltd) নামে একটি মালিকবিহীন সামাজিক প্রতিষ্ঠান যন্ত্রদুটো সুলভ মূল্যে বাজারজাত করছে।
Leave a Reply