রেজাই রাব্বী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। হালের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একের পর এক নাটকে অভিনয় করে হয়ে উঠেছেন জনপ্রিয় মুখ। অন্যদিকে ক্যারিয়ারে স্বল্প সময়ে দর্শক নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হয়েছেন প্রিয়ন্তী উর্বী। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।
সম্প্রতি এ দুই অভিনয়শিল্পীকে জুটি করে একটি নাটক বানিয়েছেন নির্মাতা তৌহিদ আশরাফ। যার নাম ‘প্রিয় কুন্তল’। আরশ খান ও প্রিয়ন্তী উর্বি জুটি বেঁধে ভালোবাসার মাসে ফেব্রুয়ারির প্রথম দিনেই বয়াতি বাড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে ‘প্রিয় কুন্তল’। গল্প ও চিত্রনাট্য নাবিহা নুপুর। প্রযোজক রেজওয়ান আহমেদ জিসান। নাটকে অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তী উর্বী, শওকত মামুন, পারভেজ সুমন, দ্বীপান্বিতা রয়, তমাল মৌলিক, অরণ্য সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত বছরের শেষভাগে (২৭ ডিসেম্বর) বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। অন্যদিকে গত দেড় মাসেই অভিনেতা আরশ খানের মুক্তি পেয়েছে প্রায় দুই ডজন নাটক। এর মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘আহত ভালোবাসার ঘ্রাণ’, ‘বিয়েশাদি’, ‘হৃদয়জুড়ে তুই’, ‘প্রেম তবু হারে না’, ‘তুমি পাশে থাকলে’, ‘সুখের ঠিকানা’, ‘ফার্স্ট নাইট’, ‘বেলা শেষে’, ‘পড়তে আমার ভাল্লাগে না’, ‘জলের গান’, ‘যদি তোর না হই’, ‘শেষ থেকে শুরু’, ‘বিন্দাস’ ও ‘তোমারি জন্য’।
সারাক্ষণের পক্ষ হতে ‘প্রিয় কুন্তল’ নাটকের জন্য রইলো শুভকামনা।
Leave a Reply