সত্যেন্দ্রকুমার বসু
পঞ্চম রাত্রি পর্যন্ত তিনি এইভাবে প্রার্থনা করবার পর অর্ধেক রাত্রে হঠাৎ একটা সুমধুর বাতাস যেন তাঁর সমস্ত অবয়বের ভিতর দিয়ে বয়ে গেল। মনে হল যেন কোনও শীতল প্রস্রবণে তিনি স্নাত হয়েছেন। তৎক্ষণাৎ তাঁর অন্ধ চোখ আবার দৃষ্টিশক্তি লাভ করল।
এমন কি, অশ্বও বল পেয়ে উঠে দাঁড়াল। এইভাবে পুনর্জীবন লাভ করে তাঁর একটু সুনিদ্রাও হল। ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, একজন বৃহদাকার দানব একটা মস্ত বর্শা আর নিশান হাতে করে ভীষণ শব্দে তাঁকে বলছে, ‘নিষ্ঠার সঙ্গে অগ্রসর না হয়ে এখন ঘুমোচ্ছেন কেন?’
চমকে জেগে উঠে ধর্মগুরু আবার অগ্রসর হলেন। চার মাইল অতিক্রম করবার পর হঠাৎ তাঁর ঘোড়া জোর করে তাঁকে একদিকে নিয়ে গেল। সেখানে তিনি একটা মরূদ্যান পেলেন। পরিষ্কার জল আর ভালো ঘাস পেয়ে যাত্রী আর অশ্ব জীবনীশক্তি পেলেন। দুদিন পর তিনি ই-উ (আধুনিক হামি)তে পৌঁছলেন।
চলবে
Leave a Reply