প্রদীপ কুমার মজুমদার
স্থানীয়মান সহযোগে নাম সংখ্যার প্রয়োগ ভাস্করাচার্য (দ্বিতীয়) তাঁর গ্রন্থে করেছেন। দৃষ্টান্তস্বরূপ একটি শ্লোক তুলে ধরা হল:
“অল্পে মহতি চ মণ্ডলে মণ্ডলদ্বাদশভাগো রাশিঃ
যষ্টিশতত্রয়ভাগো ভাংশঃ থখযট্ঘনভাগো লিপ্তাঃ।”
এখানে খখষট ঘন = ২১৬০০।
সিদ্ধান্ত শিরোমণিতে কল্যাব্দ বিষয় উল্লেখ করতে গিয়ে নামসংখ্যার ব্যবহার: ভাস্করাচার্য (দ্বিতীয়) করেছেন। তিনি বলেছেন:
“যাতা যন্মনবে। যুগানি ভমিতান্তরযুগাঙ্গি এয়ং
নন্দাত্রীন্দগুণাস্তথা শকনপক্ষান্তে কলেবৎসরাঃ।”
এখানে নন্দাঃ-১, অস্ত্রয়ঃ-৭, ইন্দুঃ ১, গুণাঃ ৩, অতএব অঙ্কের বামগতি হেতু নন্দাত্রীন্দুগুণা-৩১৭৯। কোন এক প্রসিদ্ধ কবি তাঁর কবিতায় কল্যান্দ উল্লেখ করতে গিয়ে নাম সংখ্যার প্রয়োগ করেছেন। তিনি বলেছেন
“শাকো নবাগেন্দুকৃশানুযুক্তঃ কলের্ভবত্যব্জগণো যুগস্তা”
এখানে নব = ১, অগাঃ পর্ব্বতঃ= ৭, ইন্দু- ১, কুশনব-৩; অঙ্কের বামগতি হেতু উল্লিখিত সংখ্যাটি হচ্ছে ৩১৭৯।
(চলবে)
Leave a Reply