সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৭৭)

  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.০০ এএম

প্রদীপ কুমার মজুমদার

স্থানীয়মান সহযোগে নাম সংখ্যার প্রয়োগ ভাস্করাচার্য (দ্বিতীয়) তাঁর গ্রন্থে করেছেন। দৃষ্টান্তস্বরূপ একটি শ্লোক তুলে ধরা হল:

“অল্পে মহতি চ মণ্ডলে মণ্ডলদ্বাদশভাগো রাশিঃ

যষ্টিশতত্রয়ভাগো ভাংশঃ থখযট্‌ঘনভাগো লিপ্তাঃ।”

এখানে খখষট ঘন = ২১৬০০।

সিদ্ধান্ত শিরোমণিতে কল্যাব্দ বিষয় উল্লেখ করতে গিয়ে নামসংখ্যার ব্যবহার: ভাস্করাচার্য (দ্বিতীয়) করেছেন। তিনি বলেছেন:

“যাতা যন্মনবে। যুগানি ভমিতান্তরযুগাঙ্গি এয়ং

নন্দাত্রীন্দগুণাস্তথা শকনপক্ষান্তে কলেবৎসরাঃ।”

এখানে নন্দাঃ-১, অস্ত্রয়ঃ-৭, ইন্দুঃ ১, গুণাঃ ৩, অতএব অঙ্কের বামগতি হেতু নন্দাত্রীন্দুগুণা-৩১৭৯। কোন এক প্রসিদ্ধ কবি তাঁর কবিতায় কল্যান্দ উল্লেখ করতে গিয়ে নাম সংখ্যার প্রয়োগ করেছেন। তিনি বলেছেন

“শাকো নবাগেন্দুকৃশানুযুক্তঃ কলের্ভবত্যব্জগণো যুগস্তা”

এখানে নব = ১, অগাঃ পর্ব্বতঃ= ৭, ইন্দু- ১, কুশনব-৩; অঙ্কের বামগতি হেতু উল্লিখিত সংখ্যাটি হচ্ছে ৩১৭৯।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৭৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৭৬)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024