মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

নোবেল এনে দিলেও অধিকার বঞ্চিত গ্রামীণের কর্মীরা – আনু মুহাম্মদ

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ৬.৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক 

গ্রামীণ ব্যাংকের দৈনিক ভিত্তিক পিয়ন-কাম-গার্ডদের চাকুরী স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র-ছুটি-বোনাসসহ যাবতীয় সুবিধাদি প্রদান এবং আন্দোলন-সংগঠন করার কারণে শাস্তিমূলক চাকুরিচ্যুতি-বদলি বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

আজ ৩১ জানুয়ারি ২০২৫ইং, শুক্রবার সকাল ১০টায়, জহুর হোসেন চৌধুরী হল, ২য় তলা, জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রামীন ব্যাংক চতুর্থ শ্রেণি কর্মচারী আলাউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে এর তারিকুল তারার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট আইনজীবি ব্যরিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী, সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ, নারী নেত্রী সিমা দত্ত, ছাত্র নেতা সালমান সিদ্দিকী, গ্রামীন ব্যাংক কর্মচারী মিন্টু মিয়া, আপেল মাহমুদ, আরিফ মিয়া, মেহেদী হাসান, জসিম উদ্দিন, আহসান হাবিব।


সংবাদ সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, নোবেল বিজয়ী ড. ইউনুস এর হাতে গড়া গ্রামীন ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীদের দূর্দশার শেষ নেই। গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ড. ইউনুস শান্তিতে নোবেল পেলেও তার অধিনস্ত কর্মচারীরা অধিকার থেকে বঞ্চিত।

ব্যরিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, দেশের শ্রম আইন না মেনে ৩২ বছরের যে শোষন ব্যবস্থা গ্রামীন ব্যাংক জারী রেখেছে তা থেকে বেড়িয়ে এই ২৫০০ শ্রমিককে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তাগণ আরো বলেন, অবিলম্বে  নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র, সবেতন সাপ্তাহিক ও অন্যান্য ছুটি, বোনাসসহ বাংলাদেশের শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী প্রাপ্য অধিকার দিতে হবে। গ্রামীণ ব্যাংক-এর চাকুরীবিধি অনুযায়ী মাসিক বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফাণ্ড, পেনশন, গ্র্যাচুইটি, ঋণ সুবিধাসহ সামাজিক নিরাপত্তার যাবতীয় সুবিধা প্রদান করতে হবে। আন্দোলন ও সংগঠন দমনে শাস্তিমূলক ছাঁটাই-বদলি বন্ধ করতে হবে। চাকুরীচ্যুতদের ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে। নেতৃবৃন্দের নামে ব্যাংক কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আউটসোর্সিং এর মাধ্যমে লোকনিয়োগ বন্ধ করতে হবে। দাবী আদায়ের আন্দোলনে যাদেরকে বহিস্কার করা হয়েছে তাদেরকে পুনঃবহাল করতে হবে।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন আল মামুন বলেন, আগামী ১০ দিনের মধ্যে তাদের জন্য গ্রামীন ব্যাংক যদি চাকুরী স্থায়ীকরণের ঘোষনা না দেয় তাহলে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, প্রয়োজনে রাজপথ, গ্রামীন ব্যাংক হেড অফিসে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষনা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024