সত্যেন্দ্রকুমার বসু
চীনদেশ থেকে ভারতে বা অন্য কোনো সভ্যদেশে স্থলপথে আসতে হলে এই প্রদেশের উত্তর দিকের বা দক্ষিণ দিকের মরূদ্যানগুলি ধ’রে আসা ছাড়া অন্য উপায় নেই।আধুনিককালে এদেশের সৃভ্যতা বস্তুতঃ মৃতই বলা চলে।
উনবিংশ শতাব্দীর শেষভাগে সুইডিশ পর্যটক Sven Hedin আবিষ্কার করেন যে মরূদ্যানগুলিতে অনেক প্রাচীন পট, মূর্তির ভগ্নাবশেষ ইত্যাদি পাওয়া যায়। তার পর থেকে পর্যায়ক্রমে, রাশিয়া থেকে Klementz ও Berezovski, জাপান থেকে Otani, জার্মানী থেকে Grúnwedel ও Von le Coq, ব্রিটিশ ভারতীয় সরকারের পক্ষ থেকে Aurel Stein ও ফ্রান্স থেকে Pelliotএর প্রত্নতাত্ত্বিক অভিযানগুলি এদেশের পূর্বতন সভ্যতার আর রূপকর্মের নিদর্শনগুলি প্রায় সমস্তই নিজ নিজ দেশে নিয়ে গিয়েছেন। Aurel Stein সংগৃহীত জিনিসগুলি কিছু কিছু দিল্লীতে আছে।
চলবে
Leave a Reply