শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

পাবলিক স্পিকিং অফিসিয়ালের ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ’ সফলভাবে সম্পন্ন

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৪৫ পিএম

 সারাক্ষণ ডেস্ক

রাজধানীর সেগুনবাগিচার কঁচিকাঁচা মিলনায়তনে গত ৩১শে জানুয়ারী, শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ’। অনুষ্ঠানের আয়োজন করে পাবলিক স্পিকিং অফিসিয়াল। এই আয়োজনে রাইজিং স্টার কোর্স সম্পন্নকারী ২৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ.এস.এম. জাহিদ। তিনি পাবলিক স্পিকিং-এর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া, ‘গেস্ট অব ইনস্পিরেশন’ হিসেবে মূল প্রেরণামূলক বক্তব্য দেন স্বনামধন্য মোটিভেশনাল স্পিকার ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের চিফ অ্যাডভাইজার জনাব মো. ড. আলমাসুর রহমান। পাবলিক স্পিকিং অফিসিয়ালের মুল লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মো: সোলায়মান আহমেদ জীসান।

অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন –
হাসান মাহমুদ (ডেপুটি কো-অর্ডিনেটর, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট)
এডভোকেট আল মামুন রাসেল (চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন)
শাফাক আহমেদ (প্রতিষ্ঠাতা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন)
সান্তনু রায় (হেড অফ অ্যাডমিন অ্যান্ড এইচআর, রিমার্ক)
দেলোয়ার হোসেন (ম্যানেজার, বাংলাদেশ টাইমস)

অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। তাঁরা হলেন:
১. কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমাত তোহা
২. মোটিভেশনাল স্পিকার ড. আলমাসুর রহমান
৩. স্পোর্টস প্রেজেন্টার ও কমেন্টেটর ড. অনুপম হোসেন
৪. নিউজ প্রেজেন্টার ও মিডিয়া পারসোলিটি নুজহাত আফরিন
৫. প্রফেসর ড. মো. জুলফিকার আলী (চেয়ারম্যান, বিজনেস স্টাডিজ বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)

এছাড়া, ফাউন্ডার মেম্বার হিসেবে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচজন ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার মেম্বার সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। তাঁরা হলেন:
মো: আমান উল্লাহ্ (এক্সিকিউটিভ ডিরেক্টর, এস এস গ্রুপ)
জুয়েল আহমেদ (সিইও, জেএন ট্রেডিং এলএলসি, যুক্তরাষ্ট্র)
রিনা আক্তার (রিয়েল এস্টেট কনসালটেন্ট)
গোলাম সরওয়ার (এফএভিপি এবং ম্যানেজার, মিউচ্যুুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি)
ডব্লিউ এইচ লায়ন সৈয়দ সিয়াম (প্রতিষ্ঠাতা, বিআইএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফোরাম)

বিশেষ আকর্ষণ হিসেবে ম্যাজিক্যাল স্পিকার এস.এ. ওয়ালিদ তাঁর চমৎকার জাদু প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব ড. তৃনা ইসলাম।

এছাড়াও অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ এই আয়োজনে যুক্ত ছিলেন। এই আয়োজনে পার্টনার হিসেবে ছিলো মার্ভেল আইটি এন্ড কনসালটেন্সী, নেক্সফ্লাই, ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, ভারসিটি সারফার, জোহান ওশেন এবং সালসাবিল ডেন্টাল কেয়ার।

এই আয়োজনের মাধ্যমে পাবলিক স্পিকিং অফিসিয়াল জনসাধারণের মধ্যে জনসম্মুখে বক্তব্য প্রদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024