শিবলী আহম্মেদ সুজন
তুমি কষ্ট দিয়েছ,
আমি মেনে নিয়েছি,
তোমার যাবার বেলায়,
হাসিমুখে বিদায় দিয়েছি,
ভুলে থাকার বহু চেষ্টা করেছি,
ভুলতে পারিনি
হৃদয় দিয়ে বড্ড বেশি ভালোবেসেছি ,
তুমি আবারও ফিরবে বলে,
আশায় বুক বেঁধেছি,
তোমার ফেরার রাস্তায় ঠায় দাঁড়িয়ে,
আজও আমি তোমার অপেক্ষায় …
Leave a Reply