নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র আজ ৫০০ টিরও বেশি স্যাংশন ঘোষণা করবে।
অধিকাংশ স্যাংশনের মূল লক্ষ্য রাশিয়ার সামরিক শিল্প এবং তৃতীয় কোন দেশের কোম্পানি, যারা রাশিয়ার পণ্য বিভিন্নভাবে সরবরাহ করতে সহায়তা করছে তাদের ওপর।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-অর্থমন্ত্রী (ডেপুটি ট্রেজারি সেক্রেটারি) ওয়ালি অ্যাডেইমো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
রয়টার্সের এই সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্রে খোজ খবর নিয়ে গার্ডিয়ান যে রিপোর্ট করেছে তাতে বলা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর সময় এই স্যাংশন মূলত রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে।
মার্কিন নীতি নির্ধারকরা ও অর্থনীতিবিদরা মনে করছেন, রাশিয়ার যুদ্ধে আরো কঠোর স্যাংশন প্রয়োজন ।
সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত কোম্পানি ও দেশগুলোর প্রতিও কঠোর হওয়া প্রয়োজন। কারণ মার্কিন পূর্ববর্তী নিষেধাজ্ঞা গুলোতে রাশিয়ার অর্থনীতি যে হারে ক্ষতিগ্রস্ত হবে বলে হিসেব করা হয়েছিল বাস্তবে তা ঘটেনি।
Leave a Reply